বালিয়াটির জমিদার বাড়ি
আজো কালের স্বাক্ষী হয়ে আছে বালিয়াটির জমিদার বাড়ি মানিকগঞ্জ ঢাকা বিভাগের একটি উল্লেখযোগ্য জেলা। বালিয়াটির জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলায় অন্যতম ঐতিহাসিক স্থাপনা। বালিয়াটির জমিদার গোবিন্দরাম উনিশ শতকের প্রথমার্ধে এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন। সেই প্রাসাদটিই বর্তমানে বালিয়াটি প্রাসাদ নামে সুপরিচিত। কোথায় অবস্থিত মানিকগঞ্জ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে সাটুরিয়ার বালিয়াটিতে এই প্রাসাদটি অবস্থিত। কি দেখতে …